ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বাড়তেই বড় ধস এই শেয়ারে।
প্রথমে ১০ শতাংশ ধস, পরে এই ধস আরও বাড়ে।
আজ শুক্রবার এক ধাক্কায় ১৩ শতাংশ পতন এসেছে এই স্টকে।
সংস্থার নাম মেক মাই ট্রিপ। কেনা আছে এই স্টক ?
টানা তিন দিনে এই সংস্থার স্টকে পতনের ফলে ১০৫ কোটি ডলারের লোকসান হয়েছে।
ভারত-পাক যুদ্ধ পরিস্থিতির জেরে ট্রাভেল ও ট্যুরিজম স্টকে এসেছে পতন।
বহু বিমান পরিষেবা বন্ধ হয়েছে, আর তাই স্টকের দামেও এসেছে ধস।
এই অবস্থায় মেক মাই ট্রিপের বাজার মূলধন নেমে এসেছে ১১৩৮ কোটি ডলারে।
মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন।
ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।