বহু লোক ঘরত মানি প্লান্ট লাগায়, কিন্তু তাদের তার সঠিক দিক জানা নেই।

Published by: ABP Ananda
Image Source: abplive

বাস্তুশাস্ত্র অনুসারে, মানি প্ল্যান্ট বাড়ির প্রত্যেক কোণায় রাখা অশুভ।

Published by: ABP Ananda
Image Source: abplive

বহুবার লোকেরা এয়ার কন্ডিশনার (এসি) বাড়ির এমন জায়গায় রাখে, যেখানে এর প্রভাবে মানিপ্লান্টের ক্ষতি হয়।

Published by: ABP Ananda
Image Source: abplive

ভুল দিকে লাগানো মানি প্ল্যান্ট আর্থিক সমস্যা ও বিবাদ বাড়ায়।

Published by: ABP Ananda
Image Source: abplive

শুকনো বা শুকনো গাছপালা বাড়িতে রাখা অশুভ বলে মনে করা হয়।

Published by: ABP Ananda
Image Source: abplive

এছাড়া উত্তর, দক্ষিণ ও পূর্ব দিকেও এটি রাখা যেতে পারে। উত্তর-পূর্ব ও পশ্চিম দিক এড়িয়ে চলা উচিত।

Published by: ABP Ananda
Image Source: abplive

মানি প্ল্যান্টে নিয়মিত জল দেওয়া এবং তার যত্ন নেওয়া আবশ্যক।

Published by: ABP Ananda
Image Source: abplive

বাস্তুশাস্ত্র অনুসারে, মানি প্ল্যান্ট বাড়ির দক্ষিণ-পূর্ব দিকে রাখা সবচেয়ে শুভ বলে মনে করা হয়।

Published by: ABP Ananda
Image Source: abplive