৩৭ শতাংশ পতন, এই শেয়ারে টাকা ডুবেছে বিনিয়োগকারীদের
abp live

৩৭ শতাংশ পতন, এই শেয়ারে টাকা ডুবেছে বিনিয়োগকারীদের

Image Source: ABPLive AI
১৫ সেশনের ১৩টিতেই পরপর পতন এই শেয়ারে।
abp live

১৫ সেশনের ১৩টিতেই পরপর পতন এই শেয়ারে।

Image Source: Freepik
সর্বকালীন স্তর থেকে এই স্টকের দাম পড়েছে ৩৭ শতাংশ।
abp live

সর্বকালীন স্তর থেকে এই স্টকের দাম পড়েছে ৩৭ শতাংশ।

Image Source: Freepik
সংস্থার উপর ফান্ড ম্যানেজারদের ঘুষ দেওয়ার অভিযোগ এসেছে।
abp live

সংস্থার উপর ফান্ড ম্যানেজারদের ঘুষ দেওয়ার অভিযোগ এসেছে।

Image Source: ABPLive AI
abp live

গতকাল শুক্রবারেই এই স্টকের দাম ৬.৩৩ শতাংশ পড়ে গিয়েছে।

Image Source: ABPLive AI
abp live

সংস্থার নাম কল্যাণ জুয়েলার্স।

Image Source: ABPLive AI
abp live

এই স্টকের আরএসআই এখন ২১-এ, অর্থাৎ ওভারসোল্ড অবস্থায়।

Image Source: ABPLive AI
abp live

বাজার মূলধন ৮২ হাজার থেকে নেমে এসেছে ৫০ হাজারে।

Image Source: ABPLive AI
abp live

মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন।

Image Source: ABPLive AI
abp live

ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।

Image Source: ABPLive AI