১ বছরেই টাকা দ্বিগুণ এই সরকারি সংস্থার স্টকে

Published by: ABP Ananda
Image Source: Freepik

এই PSU স্টকে বিপুল রিটার্ন বিগত ৪ বছরে।

Image Source: Freepik

এই সংস্থার নাম NBCC।

Image Source: Freepik

সংস্থার ত্রৈমাসিকের মুনাফাও ১৯.৪ শতাংশ বেড়েছে।

Image Source: Freepik

বিগত কয়েক মাসে এই শেয়ারের দাম পড়েছে ২০ শতাংশ।

Image Source: Freepik

এখনও পর্যন্ত ২০২৪-এ ৬৫ শতাংশ মুনাফা দিয়েছে NBCC।

Image Source: Freepik

গত বছর এই স্টকে এসেছে ৯৮ শতাংশ মুনাফা।

Image Source: Freepik

বিগত ৪ বছরে ৪২৩ শতাংশ রিটার্ন দিয়েছে NBCC।

Image Source: Freepik

অর্থাৎ প্রতি বছর গড়ে ১০০ শতাংশ রিটার্ন।

এক বছরেই টাকা দ্বিগুণ করেছে এই স্টক।

Image Source: Freepik

ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।

Image Source: Freepik