১ বছরেই টাকা দ্বিগুণ এই সরকারি সংস্থার স্টকে এই PSU স্টকে বিপুল রিটার্ন বিগত ৪ বছরে। এই সংস্থার নাম NBCC। সংস্থার ত্রৈমাসিকের মুনাফাও ১৯.৪ শতাংশ বেড়েছে। বিগত কয়েক মাসে এই শেয়ারের দাম পড়েছে ২০ শতাংশ। এখনও পর্যন্ত ২০২৪-এ ৬৫ শতাংশ মুনাফা দিয়েছে NBCC। গত বছর এই স্টকে এসেছে ৯৮ শতাংশ মুনাফা। বিগত ৪ বছরে ৪২৩ শতাংশ রিটার্ন দিয়েছে NBCC। অর্থাৎ প্রতি বছর গড়ে ১০০ শতাংশ রিটার্ন। এক বছরেই টাকা দ্বিগুণ করেছে এই স্টক। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।