মাসে ৬০০০ টাকা জমিয়েই ১ কোটি পেতেন এই ফান্ডে
abp live

মাসে ৬০০০ টাকা জমিয়েই ১ কোটি পেতেন এই ফান্ডে

Published by: ABP Ananda
Image Source: Freepik
মিউচুয়াল ফান্ডে SIP করেই কোটিপতি হওয়ার সুযোগ।
abp live

মিউচুয়াল ফান্ডে SIP করেই কোটিপতি হওয়ার সুযোগ।

Image Source: Freepik
ফান্ডের নাম টাটা ইকুইটি পিই ফান্ড। এই ফান্ডে এসেছে বিপুল রিটার্ন।
abp live

ফান্ডের নাম টাটা ইকুইটি পিই ফান্ড। এই ফান্ডে এসেছে বিপুল রিটার্ন।

Image Source: Freepik
এই ফান্ডে মাসে ৬ হাজারের SIP করলেই মিলত কোটি টাকা।
abp live

এই ফান্ডে মাসে ৬ হাজারের SIP করলেই মিলত কোটি টাকা।

Image Source: Freepik
abp live

বছরে আপনি জমাতেন ৭২ হাজার টাকা।

Image Source: Freepik
abp live

এই টাকা ৫ বছরে হত ৬ লাখ ৭০ হাজার ৬৫৯ টাকা।

Image Source: Freepik
abp live

আর ১০ বছরে হত ১৫ লাখ ৮৫ হাজার ৭৪৮ টাকা।

Image Source: Freepik
abp live

আর ২০ বছরে ১৪ লাখ ৭০ হাজার টাকা জমিয়েই আপনি পেতেন ১ কোটি ১১ লক্ষ টাকা

Image Source: Freepik
abp live

২০ বছরে মাত্র ৬ হাজারেই কোটিপতি বানাত এই ফান্ড।

Image Source: Freepik
abp live

মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন।

Image Source: Freepik