মোদি সরকার নতুন PAN 2.0 প্রকল্প অনুমোদন করতেই এখন দেশবাসীর মনে উঠছে এই প্রশ্ন।
অনেকেই জানতে চাইছেন, পুরনো প্যান কার্ড বদলে কি নতুন কার্ড করা বাধ্যতামূলক। সেই ক্ষেত্রে দিতে হবে টাকা ?
বর্তমান PAN কার্ড হোল্ডারদের PAN 2.0 উদ্যোগের অধীনে বাধ্যতামূলকভাবে একটি নতুন PAN নিতে হবে না।
QR কোড সহ নতুন প্যান কার্ড আপগ্রেড আসলে ব্যবহারকারীদের তাদের পরিচয়, আর্থিক তথ্য সুরক্ষিত করার সক্রিয় পদক্ষেপ
আপডেট হওয়া PAN কার্ডে QR কোড স্ক্যানিং বৈশিষ্ট্যের মাধ্যমে পরিচয় যাচাইকরণ সহজতর হয়ে যায়।
QR কোড সহ প্যান কার্ডে প্রযুক্তিগত জটিলতা থাকায় নকলের চেষ্টা বা প্রতারকদের বাধার মুখে পড়তে হবে।
যাচাইকরণ প্রক্রিয়াটি পরিচয় চুরি, জালিয়াতির বিরুদ্ধে সুরক্ষা কবচ হিসাবে কাজ করবে। আর্থিক প্রতারণামূলক কার্যকলাপ হ্রাস করবে