৪ জুনের পর লাফিয়ে বাড়বে বাজার ! কোন স্টক নিয়ে প্রশংসা মোদির ?

৪ জুন ভোটের ফলাফল বেরোলেই বিরাট লাফ দেবে শেয়ার বাজার । আর তাই ৪ জুনের মধ্যে শেয়ার কিনে বসে থাকলে বিনিয়োগকারীদের মুনাফা হবে।

মোদি বলেছেন, যত বেশি সাধারণ মানুষ বাজারে বিনিয়োগ শুরু করবেন, তত বেশি করে অর্থনীতি উন্নত হয়ে উঠবে।

মোদি এক সাক্ষাৎকারে বলেছেন, তিনি চান প্রতিটি নাগরিকের মধ্যেই ঝুঁকি নেওয়ার ক্ষমতা একটু হলেও বাড়ুক।

মোদির মতে, লোকসভা ভোটের ফলাফল প্রকাশ হবে ৪ জুন আর তাঁর এক সপ্তাহ পরেই শেয়ার বাজার লাফিয়ে বাড়তে থাকবে।

স্টক মার্কেটের এই লাফের ফলে সব প্রোগ্রামাররা ক্লান্ত হয়ে যাবে।

এই প্রসঙ্গে একটি কোম্পানির স্টকের ত্রৈমাসিক রেজাল্টের কথা বলেন প্রধানমন্ত্রী।

মোদি বলেন, চতুর্থ ত্রৈমাসিকে HAL রেকর্ড মুনাফা অর্জন করেছে। ইতিহাসে প্রথম এই সংস্থা ৪ হাজার কোটি টাকার মুনাফা করেছে।

HAL হল হিন্দুস্থান অ্যারোনটিক্স লিমিটেড। বাজার বিশেষজ্ঞদের মতে, প্রধানমন্ত্রী হ্যালের প্রশংসা করায় স্বাভাবিকভাবেই বাড়বে এই শেয়ারের দাম।