পেট্রোল পাম্পে জালিয়াতি ? পয়সা বাঁচাতে নজর রাখুন এগুলি

Published by: ABP Ananda
Image Source: PTI

পেট্রোল পাম্পে জালিয়াতির শিকার অনেকেই।

Image Source: PTI

বেশি টাকা খরচ করে কম তেল ভরানো হয় অনেক ক্ষেত্রে।

Image Source: PTI

পয়সা বাঁচাতে নজর রাখতে হবে এই ৫ বিষয়ে।



তেল ভরানোর সময় মিটার যেন শূন্যে থাকে।

Image Source: PTI

তেলের ঘনত্ব দেখে নিতে হবে ঠিক লেখা কিনা।

Image Source: PTI

১০০, ২০০ এরকম টাকার বদলে ১২৫, ২০৬ টাকার তেল ভরান।



চেনা পেট্রোল পাম্পেই রোজ তেল ভরানো ভাল।

Image Source: PTI

মিটারে দেখে নিতে হবে কত তেল দেওয়া হল।

Image Source: PTI

এই মিটারে অনেক সময় চিপ লাগানো থাকে।

Image Source: PTI

যার সাহায্যে কম তেল গেলেও তা বেশি মাপ দেখায়।

Image Source: PTI