পিএম কিষাণ সম্মান যোজনার ৬০০০ টাকা বেড়ে হতে পারে ১২ হাজার টাকা। ইতিমধ্যেই এই বিষয়ে সরকারের কাছে গেছে সুপারিশ।



কৃষি মন্ত্রকের সঙ্গে যুক্ত সংসদীয় কমিটির চেয়ারম্যান চরণজিৎ সিং চান্নির নেতৃত্বাধীন স্থায়ী কমিটি এই সুপারিশ সরকারের কাছে করেছে।



17 ডিসেম্বর 2024, চরণজিৎ সিং চান্নি লোকসভায় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের বিষয়ে 18 তম লোকসভার অনুদানের প্রথম দাবি পেশ করেন।



এই রিপোর্টে, কৃষি কল্যাণ মন্ত্রকের সঙ্গে সম্পর্কিত সংসদের স্থায়ী কমিটি প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির টাকা দ্বিগুণ করার সুপারিশ করেছে।



তবে এই প্রথমবার নয়। এর আগেও সরকারকে প্রধানমন্ত্রী কিষাণ নিধির অধীনে কৃষকদের দেওয়া সহায়তার পরিমাণ বাড়ানোর জন্য বলা হয়েছে



গত কয়েক বছর ধরে প্রি-বাজেট বৈঠকে অর্থমন্ত্রীর সামনে কৃষকদের প্রতিনিধিরাও এই দাবি জানিয়েছেন।



অর্থমন্ত্রী নির্মলা সীতারামন 2025-26-এর বাজেট পেশ করবেন 1 ফেব্রুয়ারি, 2025



মনে করা হচ্ছে,বাজেটে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির অধীনে প্রদত্ত পরিমাণের সীমা বাড়ানোর ঘোষণা করতে পারে।



কৃষিজ পণ্যের উৎপাদন বাড়ানোর জন্য আগামী ৮ বছর পর্যন্ত প্রতি বছরে ১ হাজার কোটি টাকার বিনিয়োগ স্ট্রাটেজি নিতে হবে সরকারকে



ফলে এবারের পূর্ণাঙ্গ বাজেটে কৃষক সম্মান নিধি যোজনায় ভাতার অঙ্ক বেড়ে হতে পারে ১২ হাজার টাকা।