এখানে ১ বছরেই দ্বিগুণ হতে পারে আপনার টাকা! শুধু লগ্নির আগে দেখে নিন এগুলি

Published by: ABP Ananda
Image Source: ABPAI

RBI গভর্নর নিজেই বলেছেন যে এখন ব্যাঙ্কে টাকা রাখছেন না সাধারণ জনগণ, তার বদলে বেছে নিচ্ছে মিউচুয়াল ফান্ড

মিউচুয়াল ফান্ডের রিটার্ন ব্য়াঙ্ক বা পোস্ট অফিসের তুলনায় বহু বেশি। ঝুঁকি থাকলেও লাভের অঙ্কটাও লোভের মতোই

মিউচুয়াল ফান্ডে লগ্নি করার আগে মাথায় রাখা উচিত বেশ কিছু বিষয়।

যদি অবসরকালীন সুবিধার কথা ভেবে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করেন তবে Growth-Oriented ফান্ড ভাল হবে।

শর্ট-টার্মের জন্য ইনকাম ফোকাসড মিউচুয়াল ফান্ড আদর্শ

বিনিয়োগের মোট অঙ্ক, পোর্টফোলিও-সব বিচার করেই ফান্ড বেছে নেওয়া উচিত। কতটা ঝুঁকি নিতে পারবেন সেটাও হিসেব করে নিতে হবে

কোনও ফান্ড আগে কতটা পারফর্ম করেছে, কোন সময়ের কতটা রিটার্ন দিয়েছে সেই ফান্ড সেটা দেখতে হবে।

সময়ের আগে টাকা তুলে নিলে Exit Load কার্যকর হয়। যার ফলে রিটার্ন কমতে পারে। লগ্নির আগে সেই এক্সিট লোড দেখে নেবেন

প্রয়োজন এক্সপেন্স রেশিও দেখে নেওয়াও। SIP করলে প্রতিবারের জন্য সামান্য টাকা কেটে নেওয়া হয়। এক একটি ফান্ডের এই রেশিও এক একরকম

Disclaimer: এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। কেবল শিক্ষার উদ্দেশ্যে খবর দেওয়া হয়