এবারের বাজেটে ক্যাপিটাল গেইন ট্যাক্স বাড়িয়েছেন অর্থমন্ত্রী।



আগে দীর্ঘমেয়াদে মুনাফার উপর ১০ শতাংশ কর দিতে হত।



এখন তা বেড়ে হয়েছে ১২.৫ শতাংশ, স্বল্পমেয়াদে ২০ শতাংশ।



তবে কর ছাড়ের পরিমাণ ১ লাখ থেকে বেড়ে হয়েছে ১.২৫ লাখ।



মিউচুয়াল ফান্ডে বিনিয়োগে মুনাফা হলেও দিতে হবে কর।



এক বছরের বেশি সময় ধরে থাকলে লাগবে LTCG ট্যাক্স।



আপনার মিউচুয়াল ফান্ডে ৫ লাখ মুনাফা হলে LTCG লাগবে ৪৬,৮৭৫ টাকা।



মাথায় রাখতে হবে, LTCG-তে করযোগ্য আয় ধরা হবে ৩.৭৫ লাখ টাকা।



তবে স্বল্পমেয়াদে মুনাফার উপর কর দিতে হবে ১ লাখ টাকা।



বাজেটের পর বেড়েছে করের পরিমাণ।