গত সপ্তাহ থেকেই নিম্নমুখী সোনার দাম। রোজই একটু একটু করে কমছে গয়নার সোনার দাম।



আজ বাংলায় সোনার দাম কত? কিনতে গেলে কত ? আর বিক্রি করতে গেলেই বা কত দাম পাবেন ?



আজকে সোনার দর কত (২৫ জুন, ২০২৪) ?

সোনা ওজন দাম (টাকায়)
২৪ ক্যারেট (Fine Gold 995) ১ গ্রাম ৭১৩২
২২ ক্যারেট (কিনতে গেলে) ১ গ্রাম ৬৮১১
২২ ক্যারেট (বেচতে গেলে) ১ গ্রাম ৬৪৯০
১৮ ক্যারেট ১ গ্রাম ৫৫৯৯



আজ রাজ্যে এই হল রোপোর দাম- রুপো (৯৯৯), ১ কেজি, ৮৮,৩৪২ টাকা



যে কোনও অনুষ্ঠানে উপহার হোক বা পছন্দের বিনিয়োগ। সোনাই (Gold Price) বেশিরভাগের প্রথম পছন্দ।



দেশের এক এক জায়গায় এক একদিন এক একরকম থাকে সোনা-রুপোর দর।



সোনা ও রুপো কেনার সময়ে উপরে উল্লিখিত দামের সঙ্গে আরও ৩ শতাংশ GST যুক্ত হবে।



অর্থাৎ উপরে যে দামগুলি উল্লেখ করা হয়েছে তার সঙ্গে জিএসটি যুক্ত করা নেই।



সোনা কতটা খাঁটি তা ক্যারাটের উপর নির্ভর করে। সবচেয়ে খাঁটি সোনা ২৪ ক্যারাটের হয়। এর অর্থ ওই সোনায় অন্য কোনও ধাতু মেশানো নেই।


Thanks for Reading. UP NEXT

প্যান কার্ডে নতুন প্রতারণা, কীভাবে বাঁচবেন ?

View next story