রেশন কার্ডে এবার KYC করাতে হবে সকল গ্রাহককে।



অনলাইনে বা ঘরে বসে e-KYC করানো যাবে না।



KYC করানোর শেষ দিন আগামী ৩০ জুন ২০২৪।



এর মধ্যে রেশন কার্ডে KYC না করালে বিনামূল্যের রেশন বন্ধ হতে পারে।



খাদ্য সরবরাহ দফতরের প্রকল্পে রেশন কার্ড দেখিয়ে বিনামূল্যে চাল-গম পান গ্রাহকরা।



রেশন কার্ডে জুড়ে থাকে পরিবারের সকল সদস্যের নাম।



পরিবারের সকলকেই নিজেদের তথ্য যাচাই করাতে হবে রেশন কার্ডে।



KYC করানোর জন্য নিকটবর্তী রেশন অফিসে যেতে হবে।



POS যন্ত্রে নিজেদের আঙুলের ছাপ দিয়ে KYC করাতে হবে।



পরিবারের সকল সদস্যেরই আঙুলের ছাপ দিতে হবে।



Thanks for Reading. UP NEXT

আরও সস্তা হল সোনা, জেনে নিন এই রাজ্যের রেটচার্ট

View next story