বাজার পড়লেও এই ফান্ডে মেলে মুনাফা, বিনিয়োগে ঝুঁকিও কম

Published by: ABP Ananda
Image Source: ABPLive AI

গত এক দেড় মাসে বাজারে বেশ খানিকটা পতন এসেছে।

Image Source: ABPLive AI

তবে এই পতনের মধ্যেও ফ্লেক্সিক্যাপ মিউচুয়াল ফান্ডগুলি দারুণ রিটার্ন এনে দিয়েছে।

Image Source: ABPLive AI

এই ফান্ডগুলি লার্জক্যাপ, মিডক্যাপ এবং স্মলক্যাপ স্টকগুলিতে নিয়ম মেনে বিনিয়োগ করে।

Image Source: ABPLive AI

বিগত ১০ বছরে ৫টি ফ্লেক্সিক্যাপ ফান্ড গড়ে ১৪.১ শতাংশ বার্ষিক হারে রিটার্ন দিয়েছে।

Image Source: ABPLive AI

প্রথমেই আসে পরাগ পারেখ ফ্লেক্সিক্যাপ ফান্ডের কথা যার CAGR রয়েছে ১৮.৬ শতাংশ।

Image Source: ABPLive AI

গত ১০ বছরে ১০ হাজারের SIP-তে এই ফান্ডে মিলেছে ৬.৫৭ লক্ষ টাকার রিটার্ন।

Image Source: ABPLive AI

এরপরে JM Flexi Cap Fund-এ বার্ষিক রিটার্ন এসেছে দশ বছরে ১৮.৪৬ শতাংশ হারে।

Image Source: ABPLive AI

এইচডিএফসি ফ্লেক্সিক্যাপ ফান্ডে দিয়েছে ১৫.৯৩ শতাংশ রিটার্ন।

Image Source: ABPLive AI

মোতিলাল অসওয়াল ফ্লেক্সিক্যাপ ফান্ডে ১৫.৯২ শতাংশ CAGR দিয়েছে এই দশ বছরে।

Image Source: ABPLive AI