UPI-এর এই নিয়ম বদলে যাবে, জানুন বিশদে
abp live

UPI-এর এই নিয়ম বদলে যাবে, জানুন বিশদে

Published by: ABP Ananda
Image Source: Freepik
আগামীকাল থেকেই বদলে যাবে UPI-এর এই নিয়ম।
abp live

আগামীকাল থেকেই বদলে যাবে UPI-এর এই নিয়ম।

Image Source: Freepik
ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া জানিয়েছে এই তথ্য।
abp live

ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া জানিয়েছে এই তথ্য।

Image Source: Freepik
এবার থেকে UPI পেমেন্টে চার্জব্যাক আপনা থেকেই গ্রহণ ও প্রত্যাখ্যান হবে।
abp live

এবার থেকে UPI পেমেন্টে চার্জব্যাক আপনা থেকেই গ্রহণ ও প্রত্যাখ্যান হবে।

Image Source: Freepik
abp live

এই নতুন নিয়মে UPI ব্যবহার অনেক বেশি স্বচ্ছ্ব হবে।

Image Source: Freepik
abp live

গ্রাহক নিরাপত্তায় নয়া স্তর আসবে।

Image Source: Freepik
abp live

এক্ষেত্রে ব্যাঙ্কগুলির অতিরিক্ত হস্তক্ষেপের দরকার পড়বে না।

Image Source: Freepik
abp live

যদি গ্রাহক পেমেন্ট চিনতে না পারে, নির্দিষ্ট লেনদেন নিয়ে গ্রাহক ব্যাঙ্কের কাছে তদ্বির করলে চার্জব্যাক হয়।

Image Source: Freepik
abp live

একই লেনদেনে কোনো ব্যবসায়ী দুবার চার্জ দিয়ে থাকলে তা ফেরত আসে।

Image Source: Freepik
abp live

একই লেনদেন দুবার হয়ে থাকলেও চার্জব্যাক আসে।

Image Source: Freepik