সহজেই তুলতে পারবেন পিএফের জমানো টাকা। সামান্য UMANG অ্যাপ দিয়ে করতে পারবেন এই কাজ। জেনে নিন কীভাবে।



আধার-UAN লিঙ্ক, KYC -তে আধার, প্যান, ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপডেট ও EPFO ​​পোর্টালে যাচাই করা থাকলেই পাবেন সুবিধা।



প্রথমে উমং অ্যাপ গুগল প্লে স্টোর, অ্যাপল অ্যাপ স্টোরে গিয়ে ইনস্টল করতে হবে। এবার রেজিস্টার করে লগ ইন করুন।



এবার রেজিস্টার্ড নম্বরে ওটিপি পাঠিয়ে যাচাই করে লগ ইন করুন। এই পর্বে অ্যাপের হোমপেজে যান ও EPFO ​​বিভাগে ক্লিক করুন।



এবার ‘Employee-Centric Services’-এ ক্লিক করতে হবে ও ‘রাইজ ক্লেম’ নির্বাচন করতে হবে।



এখানে UAN ও মোবাইল ফোনে প্রাপ্ত OTP লিখে ক্লেম ফর্ম ভরতে হবে। কেন পুরো পিএফের পরিমাণ বা আংশিক কোনটা তুলতে চান বলতে হবে।







এবার আপনাকে প্রয়োজনীয় বিবরণ পূরণ করতে হবে ও টাকা তোলার কারণ জানাতে হবে।



ব্যবহারকারীকে এরপর আবেদন জমা দিয়ে মেডিক্যাল সার্টিফিকেট বা শিক্ষা প্রমাণের জন্য প্রুফ দিতে হবে।



আবেদন জমা দেওয়ার পরে, কেউ অ্যাপের 'ট্র্যাক ক্লেম' বিভাগটি ব্যবহার করে এর ট্র্যাক করতে পারে।