বেফাঁস মন্তব্যে ঝড়, রণবীর এলাহাবাদিয়ার রোজগার জানেন ?

Published by: ABP Ananda
Image Source: Facebook

ইন্ডিয়াজ গট ল্যাটেন্টে বেফাঁস মন্তব্য করে বিতর্কের মুখে রণবীর এলাহাবাদিয়া।

Image Source: Facebook

সমাজমাধ্যমে ক্ষমাও চেয়ে নিয়েছেন তিনি।

Image Source: Facebook

ইনস্টাগ্রামে তার অনুরাগীর সংখ্যা ৪৫ লক্ষ, এক্স হ্যান্ডলে অনুরাগী ৬ লক্ষেরও বেশি।

Image Source: Facebook

এই বিতর্কের জেরে ৮ হাজার অনুরাগী চলে গিয়েছেন তার সমাজমাধ্যম থেকে।

Image Source: Facebook

একাধিক ইউটিউব চ্যানেল রয়েছে রণবীর এলাহাবাদিয়ার।

Image Source: Facebook

৬ বিলিয়ন ভিউজ এসেছে তার ইউটিউব ভিডিয়োতে।

Image Source: Facebook

সংবাদসূত্র অনুসারে রণবীর এলাহাবাদিয়ার মাসিক আয় প্রায় ৩৫ লক্ষ টাকা।

তার মোট সম্পদের পরিমাণ ৬০ কোটি টাকা।

Image Source: Facebook

জানা গিয়েছে তার একটি বিলাসবহুল গাড়ির দামই ৩৪ লক্ষ টাকা।

Image Source: Facebook