মাখনে ক্যালশিয়াম, ভিটামিন এ, ভিটামিন বি এবং ফসফরাস রয়েছে।

ত্বক ভাল রাখতে মাখনের জুড়ি নেই। শুষ্ক ত্বকে মাখনের প্যাক খুব উপকারী।

ভিটামিন ই এবং ফ্যাটি অ্যাসিড থাকে মাখনে , যা ত্বকের জন্য ভাল।

শিশুদের ত্বকের জন্য খুব উপকারী মাখন।

রাতে ঘুমোতে যাওয়ার আগে ১০ মিনিটের জন্য বাটার ম্যাসাজ করতে পারেন।

অনেকেরই ত্বক শুষ্ক হয়ে সাদা সাদা আঁশের মতো ইমপ্রেশন তৈরি হয়।

ময়াশ্চারাইজ করে শিশুর ত্বকও। তবে ব্যবহারের আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে।

মাখনে থাকা ভিটামিন এ ও ডি বলিরেখা হ্রাস করে।

শীতে ফাটা ঠোঁটের যত্ন নিতে পারে মাখন মাখন লাগিয়ে।

অনেকেরই কাচাকাচির পর হাতের চামড়া কুঁচকে যায়। মাখন মাখলে তা নরম হয়।