Image Source: ট্যুইটার
সিয়াচেনে মোতায়েন হয়েছেন ভারতীয় সেনাবাহিনীর প্রথম মহিলা অফিসার ক্যাপ্টেন শিবা চৌহান।
Image Source: ট্যুইটার
বিশ্বের সর্বোচ্চ যুদ্ধক্ষেত্র সিয়াচেনে এই প্রথম কোনও মহিলা সেনা অফিসার মোতায়েন করা হয়েছে।
Image Source: ট্যুইটার
ভারতীয় সেনাবাহিনীর Fire and Fury Corps- এর অন্তর্ভুক্ত ক্যাপ্টেন শিবা চৌহান।
Image Source: ট্যুইটার
Fire and Fury Corps ঘোষণা করেছে কুমার পোস্টে মোতায়েন করা হয়েছে এই মহিলা সেনা অফিসারকে।
Image Source: ট্যুইটার
দীর্ঘ একবছর ধরে প্রশিক্ষণ চলেছে ক্যাপ্টেন শিবা চৌহানের। ভয়ঙ্কর কঠিন ছিল সেই প্রশিক্ষণ। তবে তাতে সফলভাবে উত্তীর্ণ হয়েছেন এই মহিলা সেনা অফিসার।
Image Source: ট্যুইটার
রাজস্থানের বাসিন্দা ক্যাপ্টেন শিবা চৌহান একজন Bengal Sapper।
Image Source: ট্যুইটার
উদয়পুরেই স্কুলের পাঠ শেষ করেছেন ক্যাপ্টেন শিবা চৌহান। পরবর্তী পড়াশোনাও করেছেন রাজস্থানেই।
Image Source: নিজস্ব চিত্র
উদয়পুরের NJR Institute of Technology থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক পাশ করেছেন ক্যাপ্টেন শিবা চৌহান।
Image Source: নিজস্ব চিত্র
ছোটোবেলা থেকেই ভারতীয় সেনাবাহিনী যোগ দেওয়ার স্বপ্ন দেখছেন শিবা চৌহান।
Image Source: গেটি ইমেজ
গত ২ জানুয়ারি সিয়াচেনে মোতায়েন করা হয়েছে ভারতীয় সেনাবাহিনীর এই অফিসারকে।
সমস্ত দেখুন
হাওড়া এনজেপি বন্দে ভারত
নয়া রূপে আঘাত করোনার
মেঘালয়ে মমতা ও অভিষেক
ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড তামিলনাড়ু