রাজ্য সরকারে অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতর ও আদিবাসী উন্নয়ন দফতর যে শংসাপত্র দিয়ে থাকে।

রাজ্য সরকারে অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতর ও আদিবাসী উন্নয়ন দফতর যে শংসাপত্র দিয়ে থাকে।

ABP Ananda
তফশিলি জাতি, উপজাতি, আদিবাসী ও ওবিসি সম্প্রদায়ভুক্ত রাজ্যের মানুষকে 1A ফর্ম পূরণ করে জমা দিতে হবে।

তফশিলি জাতি, উপজাতি, আদিবাসী ও ওবিসি সম্প্রদায়ভুক্ত রাজ্যের মানুষকে 1A ফর্ম পূরণ করে জমা দিতে হবে।

ABP Ananda
ফর্মটি তুলতে হবে দুয়ারে সরকার ক্যাম্প থেকে। কারণ আবেদনের ফর্মের পিছনে ক্যাম্পের রেজিস্ট্রেশন নম্বর থাকা আবশ্যিক। জমা দিতে হবে কিছু নথি।

ফর্মটি তুলতে হবে দুয়ারে সরকার ক্যাম্প থেকে। কারণ আবেদনের ফর্মের পিছনে ক্যাম্পের রেজিস্ট্রেশন নম্বর থাকা আবশ্যিক। জমা দিতে হবে কিছু নথি।

ABP Ananda
পশ্চিমবঙ্গে আদি বাসিন্দা বা ভূমিপত্র হিসেবে প্রমাণ দিতে ভোটার কার্ড বা আধার কার্ড বা খাদ্যসাথী কার্ড।

পশ্চিমবঙ্গে আদি বাসিন্দা বা ভূমিপত্র হিসেবে প্রমাণ দিতে ভোটার কার্ড বা আধার কার্ড বা খাদ্যসাথী কার্ড।

ABP Ananda

বাবার বংশের দিকের জাতিগত শংসাপত্র। উল্লেখ জাতি বা সম্প্রদায়ভুক্ত প্রমাণের অন্য কোনও শংসাপত্র বা পারিবারিক বিবরণ।

ABP Ananda

ওবিসি আবেদনকারীদের জন্য, ক্রিমি লেয়ারের অন্তর্ভুক্ত নন তার প্রমাণপত্র।

ABP Ananda

আবেদনকারীর পরিচয়পত্র দেওয়া বাধ্যতামূলক। যেমন ভোটার কার্ড বা আধার কার্ড।

ABP Ananda

আবেদনকারীর পাসপোর্ট সাইজের ছবি জমা দিতে হবে।

ABP Ananda

মোবাইল নম্বর উল্লেখ করে জমা দিতে হবে আবেদনকারীকে।

ABP Ananda

দুয়ারে সরকার ক্যাম্পে castecertificatewb.gov.in পোর্টালে আবেদন। নথি না থাকলেও স্থানীয় তদন্তের ভিত্তিতে মেলে শংসাপত্র।

ABP Ananda