অবশেষে মিলল সুখবর। এই মরশুমের প্রথম ইলিশ পাওয়া গেল দিঘা মোহনায়। আজ প্রায় ২৫ টনের মতন ইলিশ উঠল দিঘা মোহনায়। আর বেশ বড়সড় মাপের। বেশ কিছু ইলিশের ওজন ১ কিলো থেকে ১ কিলো ২০০ গ্রামের মতো। আবার কিছু ইলিশ মাছ মিলেছে ৪০০ থেকে ৫০০ গ্রাম ওজনের মতো। ১ কিলো থেকে বারোশ গ্রাম ওজনের ইলিশগুলির দাম প্রতি কিলো ৮০০-৯০০ টাকা মতো। অন্যদিকে যেগুলো একটু ছোট ইলিশ, অর্থাৎ এক একটি ৪০০ থেকে ৫০০ গ্রাম ওজনের। সেগুলি প্রতি কিলো ৫০০-৬০০ টাকা। দিঘা মোহনাতেই এমন দামে বিক্রি হয়েছে ইলিশগুলি। আপাতত যেকটি ট্রলার ফিরেছে তাতেই এমন পরিমাণ ইলিশ এসেছে। ফলে মাছ ব্যবসায়ীদের আশা, এরপর যে ট্রলারগুলি ফিরবে সেগুলিও ইলিশ বোঝাই করে ফিরতে পারে। ফলে আগামী দিনগুলিতে ইলিশের জোগান মোটের উপর ভালই হবে বলে মনে করছেন মাছ ব্যবসার সঙ্গে যুক্ত সকলেই। দিঘা মোহনা এলাকায় ইলিশ মাছ যে আরও ধরা পড়বে তা নিয়ে যথেষ্ট আশাবাদী দিঘা ফিশারম্যান ফিশ ট্রেডাস অ্যাসোসিয়েশনের সম্পাদক শ্যামসুন্দর দাস।