ছানি বা ইংরেজিতে যাকে বলে-Cataract চোখের এক ধরনের রোগ চোখের লেন্স অস্বচ্ছ বা ঘোলা হতে শুরু করে দৃষ্টিশক্তি ক্ষিণ হতে থাকে সাধারণত ৪০ বছরের পর দেখা যায় আদতে এই রোগ আসার কোনও বয়স হয় না ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে বেশি দেখা যায় হাই মায়োপিয়ার ক্ষেত্রেও লক্ষ্য করা যায় লেন্সের বেশ কিছু প্রোটিন নষ্ট হয় ফলে এক অস্বচ্ছ আবরণ তৈরি হয় ফেকো, SICS, ECCE-এর নিরাময় হয় রোগ নিরাময় এবং দৃষ্টি স্বাভাবিক হয়ে যায় নিয়মিত চোখ পরীক্ষা করানো খুব প্রয়োজনীয় ভিটামিন-এ সমৃদ্ধ খাবার খান চোখে ঝাপসা দেখা প্রাথমিক লক্ষণ সমস্যা টের পেলে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নিন ছানির সমস্যা এড়ানোর জন্য চোখের বিশেষ করে যত্ন নিন