তারকাসন্তানদের ভিড় মুম্বইয়ের ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুলে কিন্তু সাধারণের সাধ্যের বাইরে স্কুলের লক্ষ লক্ষ টাকার ফি স্কুলের মাসিক ফি শুরু ১ লক্ষ ২০ হাজার টাকা থেকে লোয়ার কেজি থেকে ৭ম শ্রেণি পর্যন্ত মাসে ১ লক্ষ ৭০ হাজার টাকা অষ্টম থেকে দশম শ্রেণি পর্যন্ত মাসিক ফি ৪ লক্ষ ৪৮ হাজার টাকা একাদশ থেকে দ্বাদশ পর্যন্ত মাসে ৯ লক্ষ ৬৫ হাজার টাকা করে আরাধ্যা বচ্চন থেকে অ্যাব্রাম খান, তৈমুর আলি খান থেকে মিশা কপূর প্রায় সব তারকা সন্তানই আম্বানিদের স্কুলে পড়ে সাধারণ পরিবারের তরফে এত টাকা খরচই সম্ভব নয় বার্ষিক খরচ ধরলে আস্ত ফ্ল্যাট কেনা যেতে পারে