২৮৫ কোটিতে তৈরি শাহরুখের 'জওয়ান' ১১৫০.৭ কোটি টাকার ব্যবসা করেছে।

মাত্র ২৫০ কোটিতে তৈরি হওয়া 'পাঠান' বক্স অফিসে মোট ১০৫০.৩ কোটি টাকা উপার্জন করেছে ।

'অ্যানিম্যাল' : ১৪০ কোটি টাকা বাজেটের এই ছবি ,মাত্র ১৫ দিনে ৮০০ কোটির ক্লাবে।

'গদর ২'। ৮০ কোটি টাকায় তৈরি ছবি , প্রায় ৭০০ কোটি টাকার ব্যবসা।

৫ম স্থানে 'লিও', মোট ৬১৫.৬ কোটি টাকা উপার্জন করেছে।

রজনীকান্তের 'জেলার' ছবিটি ৬০৫.৮ কোটি টাকার ব্যবসা করেছে ।

'টাইগার ৩' বিশ্বজুড়ে ৪৬৫.২ কোটি টাকার ব্যবসা করেছে।

'আদিপুরুষ' ৪১০.৫ কোটি টাকার ব্যবসা করেছে এই বছর।

'রকি অউর রানি' ৯ নং স্থানে, উপার্জন করেছে প্রায় ১৭৫ কোটি

'পিএস ২' এই তালিকায় সবার শেষে। মোট ৩৪৩.৫ কোটি টাকার ব্যবসা।