গণেশ বন্দনার দিন হলুদ সালোয়ারে নিজেকে সাজিয়েছিলেন 'কেদারনাথ' অভিনেত্রী। হলুদ পোশাকে গণেশ বন্দনায় সামিল হলেন টলি পাড়ার অভিনেত্রী সুস্মিতাও। গণেশ বন্দনায় দেখা মিলল অভিনেত্রী ঊষসী রায়েরও। তাঁর পোস্ট করা ছবি ইতিমধ্যেই পছন্দ করেছে তাঁর ভক্তরা। 'গণপতি বাপ্পা মোরিয়া'... গজাননের আরাধনায় মেতে উঠলেন অভিনেতা কার্তিক আরিয়ানও। বাদ গেলেন না অভিনেত্রী দিতিপ্রিয়াও। গণেশ পুজোর দিনে লাল পোশাকে বেশ খোশমেজাজে ফ্রেমবন্দি হলেন তিনি। সপরিবারে গণপতির আরাধনায় মাতলেন শুভশ্রী। সোশ্য়াল মিডিয়ায় শেয়ার করলেন একাধিক ছবি। গণেশ বন্দনায় মাতলেন অভিনেত্রী ভূমি পেডনেকরও। করজোড়ে ক্য়ামেরাবন্দি হলেন এই বিটাউন তারকা। সপরিবারে গণেশ পুজোর মেতে উঠলেন সোহা আলি খানও। এদিন হাল্কা গোলাপি পোশাকে দেখা গেল সোহা-কুণাল খেমু ও ছোট্ট ইনায়াকে। ভিন্ন সাজে গণেশ পুজোয় দেখা মিলল অভিনেত্রী শ্রাবন্তীরও।