ছবির প্রচার থেকে শুরু করে অ্যাওয়ার্ড ফাংশন.. প্রায় সব জায়গায় তিনি হাজির হন শাড়িতেই। এমনকি.. নিজের ছবির প্রিমিয়ারের জন্যেও তিনি সবসময় বেছে নেন শাড়ির সাবেকী সাজ। গার্গী রায়চৌধুরী বারে বারে নিজের স্টাইল স্টেটমেন্টে প্রাধান্য দিয়েছেন শাড়ি সাজকে। গার্গীর এই শাড়ি-প্রেম মনে করিয়ে দেয় বলি নায়িকা বিদ্যা বালনকে। বিভিন্ন জায়গায় যেমন বিদ্যা নিজের স্টাইল স্টেটমেন্ট হিসেবে বেছে নেন শাড়িকে, গার্গীও ঠিক তাইই করেন। একাধিক সাক্ষাৎকারে গার্গী জানিয়েছেন, শাড়ি তাঁর অন্যতম প্রিয় পোশাক। আধুনিক থেকে সাবেকি.. গার্গী মানেই শাড়ি-সাজের অন্য মাত্রা, তাঁর ফ্যাশন ধারণা বেশ প্রশংসিত। প্রসঙ্গত, গার্গী নিয়মিত নজর দেন শরীরচর্চায়। তবে কড়া ডায়েট নয়, তাঁর পছন্দ বাড়ির খাবার। এই বছরেই মুক্তি পেয়েছিল গার্গীর ছবি 'শেষ পাতা'