২২ সেপ্টেম্বর মুক্তি পাবে কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত ছবি 'পালান'। কিংবদন্তি পরিচালক মৃণাল সেনের প্রতি শ্রদ্ধার্ঘ্য জানিয়ে তৈরি হয়েছে 'পালান'। মধ্যবিত্ত জীবনের দৈনন্দিন সমস্যার গল্পে অভিনয় করবেন অঞ্জন দত্ত, মমতাশঙ্কর, যিশু সেনগুপ্ত, পাওলি দাম। ছবির ট্রেলার ইতিমধ্য়েই নজর কেড়েছে সিনেপ্রেমীদের। চরিত্রের লুক প্রকাশ্যে আসতেই তা পছন্দ করেছিল দর্শক। ২ মিনিট ১১ সেকেন্ডের ট্রেলার বলা হয়েছে ফের কৌশিক গঙ্গোপাধ্যায়ের বুননে তৈরি করেছেন আবেগঘন এক ছবি। সম্প্রতি পাওলি সোশ্য়াল মিডিয়ায় শেয়ার করে নিলেন এই ছবির সাংবাদিক বৈঠকের একাধিক ছবি। যা বেশ পছন্দ করেছেন তাঁর অনুরাগীরা। ছবি নিয়ে ইতিমধ্য়েই চড়ছে উন্মাদনার পারদ। দর্শকের এই ছবি কেমন লাগে এখন অপেক্ষা সেটাই দেখার।