বেশ কিছুদিন ধরেই দাম কমছিল সোনা-রুপোর। আজ বুধবার একলাফে অনেকটা দাম পড়ল সোনার। ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইনস ডে'তে সস্তা হল সোনা। ২৪ ক্যারেট, ২২ ক্যারেট এবং ১৮ ক্যারেট সোনার দাম কমল এবার। অন্যদিকে ২২ ক্যারেট সোনার দাম আজ ৫৯২৬ টাকা প্রতি গ্রামে। ২২ ক্যারেট সোনার দামও কমেছে গ্রামে ৮১ টাকা। ২৪ ক্যারেট সোনার দাম ৮৩ টাকা কমে হল ৬১৩৫ টাকা (প্রতি গ্রামে) বিক্রির সময় ২২ ক্যারেট সোনার দাম হয়েছে আজ ৫৫৮৩ টাকা। রুপোর দামেও রেকর্ড পতন বুধের বাজারে। প্রতি কেজিতে রুপোর দাম আজ ৬৯২১৬ টাকা।