শামি পরিবার থেকে ভারতীয় ক্রিকেট উপহার পেতে চলেছে আর এক পেসার? বাংলার হয়ে রঞ্জি অভিষেক ঘটিয়ে ফেলেছেন মহম্মদ শামির ভাই মহম্মদ কাইফ কেরিয়ারের দ্বিতীয় রঞ্জি ম্য়াচেই পেয়েছেন ম্যাচের সেরার পুরস্কার বল হাতে ৭ উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাটে করেছেন মহার্ঘ ৪৫ রান (অপরাজিত) দাদার তত্ত্বাবধানেই তৈরি হচ্ছেন কাইফ ২০১২ সালে শামির সঙ্গেই উত্তর প্রদেশ ছেড়ে কলকাতায় আসেন খেলা শুরু ফ্রেন্ডস অ্যাথলেটিক ক্লাবে, তারপর তালতলা একতায় গত প্রায় ৯ বছর ধরে খেলছেন টাউন ক্লাবে, শামিও যে ক্লাবে খেলে উঠেছিলেন বিখ্যাত দাদার ভাই হওয়াকে বিড়ম্বনা হিসাবে দেখছেন না কাইফ বরং দাদার কাছ থেকে প্রত্যেক মুহূর্তে শিখে নিচ্ছেন জোরে বোলিংয়ের খুঁটিনাটি