তাঁদের বিচ্ছেদ নিয়ে জল্পনা চলছিল দীর্ঘদিন ধরেই অবশেষে শনিবার জল্পনায় জল ঢাললেন শোয়েব মালিক স্বয়ং পাকিস্তানের অভিনেত্রী সানা জাভেদকে বিয়ে করলেন শোয়েব দীর্ঘদিন ধরেই হায়দরাবাদে মা-বাবার সঙ্গে থাকছিলেন সানিয়া আর শোয়েব বেশিরভাগ সময়টাই থাকছিলেন দুবাইয়ে, কখনও পাকিস্তানে সানিয়া-শোয়েবের দূরত্ব নিয়ে কথা হচ্ছিলই সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় শোয়েবের ছবি দেওয়া সম্পূর্ণ বন্ধ করে দিয়েছিলেন সানিয়া দুজনের একসঙ্গে ছবি প্রায় আড়াই বছর আগে, সন্তানের জন্মদিনে পুত্র ইজহান রয়েছে সানিয়ার সঙ্গেই পুত্রকে আঁকড়েই কঠিন এই সময়ে নিজেকে সামলাচ্ছেন সানিয়া (ছবি - সানিয়ার ফেসবুক)