মোবাইল অ্যাপের মাধ্যমে এখন সহজ হয়ে গিয়েছে টাকার লেনদেন। বড় থেকে ছোট সবাই কয়েক সেকেন্ডের মধ্যেই মোবাইলের মাধ্যমে সেরে ফেলছেন সব পেমেন্ট।
এই মোবাইল বিপ্লবের পাশাপাশি পাল্লা দিয়ে বাড়ছে মোবাইল অ্যাপে ঋণের সুবিধা। আজকাল ফোনে কয়েক সেকেন্ডে ঋণ নেওয়ার বিজ্ঞাপন দেখা যাচ্ছে।
এমন শত শত মোবাইল অ্যাপ রয়েছে যা Google Play store-এ তাৎক্ষণিক ঋণ দিচ্ছে।
কয়েক মিনিটের মধ্যে হাজার হাজার টাকা ঋণ দেওয়ার দাবি করা এই মোবাইল অ্যাপগুলো চিনের একটি এজেন্ডা ও ষড়যন্ত্র।
এই অ্যাপগুলিতে তাত্ক্ষণিক ঋণের মিথ্যে দাবি করা হয়। কোনও কাগজ ছাড়াই ঋণ দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া এই অ্যাপগুলি আসলে চিনের জন্য কাজ করে।
এমনই এক গ্যাংয়ের পর্দা ফাঁস করেছে দিল্লি পুলিশ। এই তাত্ক্ষণিক ঋণ অ্যাপগুলি আসলে ব্যবহারকারীদের ডেটা চিনের সার্ভারে পাঠাতে ব্যবহৃত হয়।
ঋণের কেওয়াইসি করার নামে তাদের যোগাযোগের তালিকা, চ্যাট, ছবি ও অন্যান্য গুরুত্বপূর্ণ ডেটা অ্যাক্সেস করা হচ্ছে এই অ্যাপের নামে।
Cash fish app
HD credit app
Ruppes land app
Cash room app
Rupee loan app
Well Kredit app
SmartWallet
GiantWallet
HiRupee
SwiftRupee