ভারতে ক্রমশ জনপ্রিয় হচ্ছে ৫জি ফোন। সম্ভবত চলতি বছরেই দেশে ৫জি পরিষেবা চালুও হয়ে যাবে।

Image Source: Pexels

ইতিমধ্যেই ভারতে একাধিক সংস্থা ৫জি ফোন লঞ্চ করেছে। এইসব ফোন কিনতেও আগ্রহী অনেকে।

Image Source: Pexels

৫জি স্মার্টফোনের কেনার সময় যেসব দিকে অতি অবশ্যই খেয়াল রাখবেন সেগুলো দেখে নিন।

Image Source: Pexels

ফোন কেনার আগে দেখে নিন ওই মডেলে ৫জি পরিষেবা সাপোর্ট করবে এমন চিপসেট রয়েছে কিনা।

Image Source: Pexels

যে ৫জি ফোন কিনতে যাচ্ছেন তার ৫জি ব্যান্ড সাপোর্টের ব্যাপারেও বিশদে জেনে নেওয়া প্রয়োজন।

Image Source: Pexels

একাধিক ৫জি ব্যান্ডের সাপোর্ট থাকলে ফোনে খুব ভাল ৫জি নেটওয়ার্ক সাপোর্ট পাওয়া সম্ভব।

Image Source: Pexels

শক্তিশালী ব্যাটারি থাকাও প্রয়োজন ৫জি ফোনে। এর ফলে ফোন 'ফাস্ট' হবে। হাই স্পিড ডেটা পাবেন ইউজার।

Image Source: Pexels

৫জি ফোন কিনলে বাজেট সেগমেন্টের ফোন না কেনাই ভাল। কারণ সস্তায় খুব ভাল ৫জি পরিষেবা পাওয়ার সম্ভাবনা কম।

Image Source: Pexels

ভাল কোম্পানির ৫জি ফোন কিনবেন, এটাই লক্ষ্য রাখুন। তাহলেই সমস্ত পরিষেবা সঠিকভাবে পাবেন।

Image Source: Pexels

ব্যাটারি, প্রসেসর এবং ৫জি ব্যান্ড সাপোর্ট- এই তিন বিষয়ে বিশেষভাবে নজর দেবেন ৫জি ফোন কেনার ক্ষেত্রে।

Thanks for Reading. UP NEXT

রাতভর ফোনে চার্জ দেন? কতটা ক্ষতিকর ব্যাটারির জন্য

View next story