নতুন একটি ব্লুটুথ ওয়্যারলেস হেডফোন RPT-02 SOL লঞ্চ করেছে অ্যাডিডাস সংস্থা। জানা গিয়েছে, সৌর শক্তির সাহায্যে এই হেডফোনে চার্জ দেওয়া সম্ভব হবে। Bluetooth v5.2 কানেক্টিভিটি রয়েছে অ্যাডিডাসের নতুন ওয়্যারলেস ব্লুটুথ হেডফোনে। এই হেডফোন একটি IPX4 রেটিং প্রাপ্ত ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস। এই হেডফোনে পুরো চার্জ দিতে প্রায় ২ ঘণ্টা সময় লাগবে বলে জানা গিয়েছে। একবার চার্জ দিলে প্রায় ৮০ ঘণ্টা পর্যন্ত প্লেব্যাক টাইম পাওয়া যাবে এই ব্লুটুথ ওয়্যারলেস হেডফোনে। প্রায় ১০ মিটার রেঞ্জ পর্যন্ত এই ওয়্যারলেড ব্লুটুথ হেডফোনের রেঞ্জ বজায় থাকবে। অ্যান্ড্রয়েড এবং আইওএস দু'ধরনের ডিভাইসের সঙ্গেই এই হেডফোন ব্যবহার করা যাবে। প্রাথমিক ভাবে লঞ্চ হয়েছে আমেরিকায়। দাম ভারতীয় মুদ্রায় প্রায় ১৮ হাজার টাকা। বলা হচ্ছে, আলোর সাহায্যেও এই হেডফোনে চার্জ দেওয়া সম্ভব হবে।