হৃদরোগের ঝুঁকি কমাতে কার্যকরী দারুচিনি।



মুখের দুর্গন্ধ দূর করতে কাজে লাগে দারচিনি।



চায়ে দারুচিনি দিয়ে খান। সর্দি উপশম হবে।



কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখে দারুচিনি।



ভালো এইচডিএলের মাত্রা স্থির রাখতে সাহায্য করে।



দারুচিনি রক্তচাপ কমাতে সাহায্য করে।



দারুচিনি মেটাবলিজমকে উন্নত করে



অ্যান্টি-অক্সিডেন্ট সমৃদ্ধ ভেষজ হলো দারুচিনি



ব্রণর জ্বালা কমাতে কার্যকরী দারুচিনি।



দারুচিনি জলে ফুটিয়ে লেবুর রস ও মধু মিশিয়ে খান।