Image Source: Pexels, Pixabay

কোভিড পরবর্তী সময়ে এখন অনেক জায়গাতেই শোনা যায় ওয়ার্ক ফ্রম হোম-এর কথা

Image Source: Pexels, Pixabay

অফিস গিয়ে নয়, বাড়িতে থেকেই একইভাবে অফিসের কাজ করা হয় ইদানিং

Image Source: Pexels, Pixabay

বাড়ি বসে কাজ করলে সুবিধাও থাকে অনেককিছু, কিন্তু কিছু কিছু জিনিস মাথায় রাখতে হয়

Image Source: Pexels, Pixabay

কখন ঘুম থেকে ওঠা হবে, কখন খাওয়া সারতে হবে, তার রুটিন তৈরি করে সেটাই মেনে চলতে হবে।

Image Source: Pexels, Pixabay

বাড়ির কোনও দায়িত্ব থাকলে তার জন্যও কিছুটা জায়গা ওই রুটিনে রাখতে হবে।

Image Source: Pexels, Pixabay

নির্দিষ্ট ঘরে বা ঘরের নির্দিষ্ট কোণায় কাজের জায়গা রাখতে হবে।

Image Source: Pexels, Pixabay

প্রতিদিনের কাজের একটি শিডিউল তৈরি করা প্রয়োজন। কখন একটু বিরতি নেবেন তা আগে থেকে তৈরি করতে হবে

Image Source: Pexels, Pixabay

আওয়াজে সমস্যা হতে পারে। তার জন্য ভালমানের কোনও হেডফোন ব্যবহার করুন

Image Source: Pexels, Pixabay

ওয়ার্ক ফ্রম হোমে চেয়ারের দিকে নজর রাখা প্রয়োজন। কিছুক্ষণ অন্তর অন্তর উঠে সামান্য কয়েক মিনিট ফ্রি হ্যান্ড করে নিতে পারেন।

Image Source: Pexels, Pixabay

ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত পদ্ধতি পরামর্শস্বরূপ। বিশেষজ্ঞের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।