কমলা লেবু খেয়ে খোসাটা ফেলে দেন কি ? কিন্তু লেবুর খোসাতেও বহু গুণ



ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সহায়তা করে এতে থাকা সাইট্রিক অ্যাসিড



কমলা লেবুর খোসার পাউডার ফেস প্যাকে ব্যবহার করা যেতে পারে।



ব্ল্যাক হেড রিমুভার হিসেবে দারুণ কাজ করে কমলার খোসা। খসখসে দিক দিয়ে ঘসলে দারুণ কাজ করে।



ব্রণের দাগ দূর করতে কমলা লেবুর খোসা মুখ ঘষুন।



পোড়া দাগ দূর করতে ২ টেবিল চামচ কমলার খোসা গুঁড়ো ও রস একত্রে লাগান।



মুখের দুর্গন্ধ দূর করতেও খুব কার্যকরী কমলা লেবু।



প্রাকৃতিক স্ক্রাবার হিসেবে দারুণ কাজ করে কমলা লেবুর খোসা।



ক্ষুধা মন্দা হলে কমলা লেবুর খোসা চিবিয়ে দেখতে পারেন।



কমলার খোসার সঙ্গে ডাল বাটার প্যাক ডি ট্যান করতে সাহায্য করে।