Image Source: Pexels, Pixabay

অনিয়ম, স্ট্রেস-এমন নানা কারণে বড়সড় প্রভাব পড়ে শরীরের উপর।

Image Source: Pexels, Pixabay

ওজন কমানোর জন্য শরীরচর্চা, ঠিক ডায়েট প্রয়োজন। তবে সাহায্য করে একাধিক টোটকাও।

Image Source: Pexels, Pixabay

পাশাপাশি কিছু টোটকাও ব্যবহার করা যায়। যা সহজেই ওজন কমাতে সাহায্য করে।

Image Source: Pexels, Pixabay

এমনই একটি টোটকা হল দারচিনি। এই মশলা কাজে লাগবে ওজন কমানোর জন্য।

Image Source: Pexels, Pixabay

এক কাপ জলে গোটা দারচিনির কয়েকটি টুকরো দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। তারপরে সেটিকে অল্প ঠান্ডা করে খাওয়া যেতে পারে।

Image Source: Pexels, Pixabay

গোটা দারচিনি না থাকলে গরম জলে দারচিনি গুঁড়ো দিয়েও খাওয়া যায়।

Image Source: Pexels, Pixabay

একটি গ্লাসে কয়েকটি দারচিনি রাতভর ভিজিয়ে রাখা যায়। সকালে সেটি খাওয়া যাবে।

Image Source: Pexels, Pixabay

দারচিনির জলেই মেশানো যায় কয়েক ফোঁটা মধু। মধু ওজন কমাতে সাহায্য করে।

Image Source: Pexels, Pixabay

উচ্চ রক্তচাপ, কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে এই টোটকা।

Image Source: Pexels, Pixabay

ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় ডায়েটের জন্য বিশেষজ্ঞের সঙ্গে কথা বলুন।