এই রোগ আসলে শ্বাসযন্ত্র ও শ্বাসনালীর জটিল সমস্যা । তবে বিরলও নয়।

অনেকেই নাক ডাকার সমস্যায় ভোগেন। কিন্তু কারও কারও নাক ডাকা অস্বাভাবিক বেশি !

যে পেশীগুলির মাধ্যমে শ্বাস-প্রশ্বাসের পদ্ধতিটি চলে. তা ঘুমিয়ে পড়া কালীন শ্লথ হয়ে পড়ে।

কাজের গতি কমে যায়। এর ফলে শ্বাসনালী সঙ্কুচিত হয়ে যায়।

ঘুমের মধ্যে সঠিক ভাবে শ্বাস নেওয়া যায় না।

সরু নালী দিয়ে যখন শ্বাসবায়ু যেতে চায়, তখন যে চাপ তৈরি হয়ে শব্দ হয়।

যত বেশি বাড়ে নাক ডাকা, বুঝতে হবে সমস্যা বাড়ছে।

এক সময় আর শ্বাস বের হতে না পেরে ঘুম ভেঙে যায়। তখন আবার পেশীগুলো সচল হয়ে যায়।

দেখা গিয়েছে, স্থূলকায় ব্যক্তিদের সমস্যা বেশি হয়।

এই উপসর্গগুলি দেখলেই ডাক্তার দেখাতে হবে।