গোটা সার্কাসের গল্প উঠে আসবে বাংলা সিনেমায়। ছবির নাম 'সার্কাসের ঘোড়া'।

ফের একবার পর্দায় জুটি বাঁধতে চলেছেন পরাণ বন্দ্যোপাধ্যায় ও লিলি চক্রবর্তী।

রাজেশ দত্ত এবং ঈপ্সিতা রায়ের পরিচালনায় মুক্তি পেতে চলেছে 'সার্কাসের ঘোড়া'। প্রকাশ্যে প্রথম লুক।

ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে ইন্দ্রাণী হালদার, সাহেব চট্টোপাধ্যায়, দেবলীনা কুমার, গৌরব চট্টোপাধ্যায়

রয়েছেন দীপঙ্কর দে, দেবাশীষ ঘোষ, সুমিত সমাদ্দার, দেবপ্রসাদ হালদার, অনন্যা সেনগুপ্ত প্রমুখ।

ছবির গল্প প্রাক্তন সেনা অফিসার মানিকবাবু আর তাঁর স্ত্রীকে ঘিরে। পরাণ বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীয়ের ভূমিকায় লিলি চক্রবর্তী।

মানিকবাবুর এক পুত্র সন্তান রয়েছে। ছবিতে মানিকবাবুর চরিত্রে অভিনয় করছেন পরাণ বন্দ্যোপাধ্যায়।

শীতকালে সার্কাস আমরা কম বেশী অনেকেই দেখেছি কিন্তু গরমকালে সার্কাস দেখার সুযোগ করে দেবে এই ছবি।

গরমকালেই সিনেমা হলে মুক্তি পেতে চলেছে 'সার্কাসের ঘোড়া'।

থ্রিলার, গোয়েন্দা নয়, নিখাদ সম্পর্ক, পরিবার ও মানসিক টানাপোড়েনের গল্প বলবে এই ছবি।