অনন্য নজির

স্বামীহারা বৌমার বিয়ে দিয়ে নজির গড়লেন হলদিয়ার বিজ্ঞান কর্মী নকুল ঘাঁটি

সাধুবাদ

পথ দুর্ঘটনায় মারা গিয়েছিল ছেলে। পুত্রশোক ভুলে হলদিয়ার প্রত্যন্ত গ্রামের ঘাঁটি পরিবারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলেই

হলদিয়ার সুতাহাটা

২০২০-এর ২০শে অক্টোবর পথ দুর্ঘটনায় মৃত্যু হয় হলদিয়ার সুতাহাটার বাসিন্দা অর্ণব ঘাঁটির।

পুলকার চালক

অর্ণবের বাবা পেশায় পুলকার চালক নকুল ঘাঁটি একজন বিজ্ঞান কর্মীও বটে।

কন্যাসম বৌমা

কন্যাসম বৌমা ও তাঁর বছর দুয়েকের নাতির ভবিষ্যতের কথা ভেবে বৌমার আবার নতুন করে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন শুভ্রার শ্বশুর নকুল ঘাঁটি।

অবশেষে মেলে সায়

প্রথমে রাজি হচ্ছিলেন না শুভ্রা। তারপর অনেক বুঝিয়ে সুঝিয়ে রাজি করানো যায় শুভ্রাকে।

নতুন বার্তা

নতুন বছর ২০২২-এর জানুয়ারি মাসের শেষ দিনটি ঘাঁটি পরিবারের পুত্রবধূ শুভ্রার কাছে ফের নতুন বার্তা নিয়ে আসে।

মালাবদল

নকুলবাবু ওইদিন নিজের বাড়িতেই বৌমার মালাবদল করিয়ে নতুন করে চারহাত এক করিয়ে দেন

কৃতজ্ঞতা

নতুনভাবে জীবন শুরু করতে পেরে খুশি শুভ্র। তবে এর জন্য শ্বশুরমশাইকে কৃতজ্ঞতা জানিয়েছেন।

নতুন জীবনসঙ্গী

শুভ্রার নতুন জীবন সঙ্গী হলদিয়ার বেসরকারি সংস্থার কর্মী মধুসূদন সাঁতরা