Image Source: pixabay

গরম হোক বা বর্ষা, ফলের রসের চাহিদা সবসময়েই রয়েছে।

Image Source: pixabay

আর মকটেল যদি হয়, তাহলে তো কথাই নেই।

Image Source: pixabay

বাড়িতে ছোটখাটো অনুষ্ঠানে বা কোনও অতিথি এলে চটজলজি বানিয়ে দিতে পারেন এমন পানীয়।

Image Source: pixabay

স্ট্রবেরি আর তরমুজের মিশেলে তৈরি হবে দুরন্ত এক পানীয়, দেখে নিন তারই রেসিপি।

Image Source: pixabay

৪-৫ টা স্ট্রবেরি, বীজ ছাড়িয়ে রাখা তরুমুজ, অন্তত ১২-১৪টি টুকরো।

Image Source: pixabay

সঙ্গে সামান্য একটু লেবুর রস, স্বাদমতো চিনি ও বিটনুন। প্রয়োজনে চিনি বাদ দিতে পারেন।

Image Source: pixabay

প্রথমে সামান্য জল দিয়ে স্ট্রবেরি ও তরমুজ একসঙ্গে কোনও মিক্সি মেশিন বা ব্লেন্ডারে মেশান।

Image Source: pixabay

এরপর এই মিশ্রণে স্বাদমতো সামান্য পরিমাণে লেবুর রস দিন। ফের আরও একবার মিশিয়ে নিন।

Image Source: pixabay

এবার ওই পানীয়তে স্বাদমতো নুন ও চিনি দিয়ে দিন।

Image Source: pixabay

এবার গ্লাসে প্রথমে কয়েক টুকরো বরফ রাখুন। তার উপর ঢেলে দিন ঘরে তৈরি মকটেল।