গরম হোক বা বর্ষা, ফলের রসের চাহিদা সবসময়েই রয়েছে। আর মকটেল যদি হয়, তাহলে তো কথাই নেই। বাড়িতে ছোটখাটো অনুষ্ঠানে বা কোনও অতিথি এলে চটজলজি বানিয়ে দিতে পারেন এমন পানীয়। স্ট্রবেরি আর তরমুজের মিশেলে তৈরি হবে দুরন্ত এক পানীয়, দেখে নিন তারই রেসিপি। ৪-৫ টা স্ট্রবেরি, বীজ ছাড়িয়ে রাখা তরুমুজ, অন্তত ১২-১৪টি টুকরো। সঙ্গে সামান্য একটু লেবুর রস, স্বাদমতো চিনি ও বিটনুন। প্রয়োজনে চিনি বাদ দিতে পারেন। প্রথমে সামান্য জল দিয়ে স্ট্রবেরি ও তরমুজ একসঙ্গে কোনও মিক্সি মেশিন বা ব্লেন্ডারে মেশান। এরপর এই মিশ্রণে স্বাদমতো সামান্য পরিমাণে লেবুর রস দিন। ফের আরও একবার মিশিয়ে নিন। এবার ওই পানীয়তে স্বাদমতো নুন ও চিনি দিয়ে দিন। এবার গ্লাসে প্রথমে কয়েক টুকরো বরফ রাখুন। তার উপর ঢেলে দিন ঘরে তৈরি মকটেল।