ফের ইডি-র দফতরে গেলেন জ্যাকলিন ফার্নান্ডেজ। আর্থিক তছরুপ মামলায় ফের জিজ্ঞাসাবাদের জন্য সোমবার ইডি দফতরে যান জ্যাকলিন। সূত্রের খবর, সোমবার বলি-অভিনেত্রীর বয়ানও রেকর্ড করার কথা ইডি-র। পিএমএলএ আইনে আগেই জ্যাকলিনের ৭ কোটি ২৭ লক্ষ টাকা অ্যাটাচ করে ইডি। অতীতেও দু-তিন বার জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলি-অভিনেত্রীকে। জ্য়াকলিনকে বহুমূল্য উপহার দিয়েছেন প্রতারণায় অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখর, দাবি ইডি-র। অভিযোগ, তোলাবাজি করে আদায় করা অর্থেই জ্য়াকলিনকে মহার্ঘ উপহার দিয়েছেন চন্দ্রশেখর। এই মামলায় ইডি-কে গত অগস্ট ও অক্টোবরেও বয়ান দিয়েছিলেন জ্যাকলিন। চন্দ্রশেখরের থেকে উপহারের তালিকাও দেন ইডি-কে, বলছে সূত্র। ইডি-র দাবি, চন্দ্রশেখর গ্রেফতার হওয়া পর্যন্ত নিয়মিত যোগাযোগ ছিল জ্যাকলিনের সঙ্গে।