কোভিডের বিরুদ্ধে লড়তে গেলে সবচেয়ে ভাল ভাবে সাহায্য করবে কোভিশিল্ডের বুস্টার ডোজ। এমনটাই দাবি একটি গবেষণাপত্রে। সেটি প্রকাশিত হয়েছে দ্য ল্যান্সেট রিজিওনাল হেল্থ সাউথইস্ট এশিয়া জার্নালে দাবি প্রাথমিক টিকা হিসেবে কোভিশিল্ড বা কোভ্যাক্সিন যাই নেওয়া হোক না কেন, কোভিশিল্ড টিকা অনেক বেশি কার্যকর। ভেলোরের ক্রিস্টান মেডিক্যাল কলেজ সমীক্ষা করেছে তার সঙ্গে অন্ধ্রপ্রদেশের হায়দরাবাদের Centre for Cellular and Molecular Biology-ও রয়েছে। দুটি টিকা মিশিয়ে নিলে কতটা কাজ হয়, কতটা সুরক্ষিত তা নিয়েই গবেষণা হয়েছে। কোভিশিল্ড এবং কোভ্যাক্সিন টিকার উপর গবেষণা করা হয়েছে বুস্টার ডোজের চার রকম মিশ্রণের উপর পরীক্ষা হয়েছে একাধিক জটিল পদ্ধতি প্রয়োগ করা হয়েছে তথ্য় খুঁটিয়ে দেখার জন্য। শেষ পর্যন্ত দেখা গিয়েছে, চার রকম মিশ্রণের মধ্যে কোভিশিল্ডের বুস্টার ডোজে সুরক্ষাকবচ অনেক বেশি।