সেলিব্রিটি দম্পতি

ক্রিকেটার বিরাট কোহলি ও অভিনেত্রী অনুষ্কা শর্মা সব সময়ই প্রচারের আলোয় থাকেন

নবরাত্রি পালন

নবরাত্রি উপলক্ষ্যে কোহলি-অনুষ্কা রয়েছেন উৎসবের মেজাজে

প্রিয় পদ?

নবরাত্রি উপলক্ষ্যে ভেজ মিট বা ভেষজ মাংস খাচ্ছেন বিরাট-অনুষ্কা

মুখরোচক ডিশ

প্ল্যান্ট বেসড মিটের বিশেষ কয়েকটি পদ চেখে দেখলেন বিরুষ্কা

কী এই ভেষজ মাংস?

বিভিন্ন আনাজ ও সব্জি দিয়ে তৈরি পদ

হার মানাবে মাংসকে

মাংসের চেয়েও সুস্বাদু, বলছেন কেউ কেউ

খাবার নিয়ে খুনসুটি

বিরাটের উদ্দেশে অনুষ্কা ইনস্টাগ্রাম স্টোরিতে খাবারের ছবি দিয়ে লিখেছেন, 'তোমার জন্য কিছুটা বাঁচিয়ে রাখার চেষ্টা করছি।'

জবাব কোহলির

বিরাট নিজের প্রিয় ভেজ মিটের ছবি দিয়ে অনুষ্কার উদ্দেশে লিখেছেন, 'আমিও তোমার জন্য কিছুটা বাঁচানোর চেষ্টা করব।'

ছুটির মেজাজে

বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলার পর ছুটি কাটাচ্ছেন বিরাট কোহলি

কিউয়ি পরীক্ষা

নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে দেখা যাবে কোহলিকে (ছবি - অনুষ্কার ফেসবুক)