একজন ক্রিকেট মাঠের মহাতারকা, অন্যজন নামী ক্রিকেট সঞ্চালক
যশপ্রীত বুমরা এখন বিবাহবন্ধনে আবদ্ধ সঞ্জনা গণেশনের সঙ্গে
বুমরা এক সাক্ষাৎকারে জানিয়েছেন, তিনি ও সঞ্জনা একে অপরকে অহঙ্কারী মনে করতেন
একে অপরকে এতটাই অপছন্দ করতেন দুজনে যে বাক্যালাপও বন্ধ ছিল
২০১৯ সালের বিশ্বকাপ চলাকালীন ইংল্যান্ডে বুমরা ও সঞ্জনার বন্ধুত্ব তৈরি হয়
তারপরই দুজনের কাছাকাছি আসা, নিয়মিত কথাবার্তা, প্রেম
সঞ্জনা-বুমরার সম্পর্ক পরিণতি পায়, সাত পাকে বাঁধা পড়েন দুজনে
বুমরার চেয়ে বয়সে ২ বছর ৭ মাসের বড় সঞ্জনা
বিয়ের সিদ্ধান্ত নেওয়ার সময় সঞ্জনার সঙ্গে বয়সের ফারাক নিয়ে ভাবেননি, জানিয়েছেন বুমরা
বুমরা ও সঞ্জনার এক সন্তানও রয়েছে (ছবি - বুমরার ফেসবুক থেকে নেওয়া)