অর্জুন না সারা, সচিন তেন্ডুলকরের কোন সন্তান বেশি সম্পত্তির মালিক?

বাবর পদাঙ্ক অনুসরণ করে সচিন পুত্র অর্জুনও ক্রিকেটকেই নিজের কেরিয়ার বেছেছেন

সারা তেন্ডুলর সচিন তেন্ডুলকর ফাউন্ডেশনের ডিরেক্টর পদে রয়েছেন

অর্জুন ঘরোয়া ক্রিকেটে গোয়ার হয়ে খেলেন, আইপিএলে মুম্বইয়ের

সারা তেন্ডুলকরের নিজস্ব ই কমার্স ওয়েবসাইট রয়েছে

গত নিলামে অর্জুনকে ২০ লক্ষ টাকা দিয়ে দলে নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স

এক মিডিয়া রিপোর্ট বলছে সারার তুলনায় অর্জুনের সম্পত্তির পরিমাণ বেশি

অর্জুনের মোট সম্পত্তির পরিমাণ ২১ কোটি টাকা


ইতমধ্যেই বাঁহাতি অলরাউন্ডার অর্জুন সিনিয়র পর্যায়ে দীর্ঘদিন ধরে খেলছেন


সারার সম্পত্তির পরিমাণ প্রায় ১ কোটি টাকার মত