মেলবোর্নে মনমুগ্ধকর এক সেঞ্চুরিতে খেলা জমিয়ে দিয়েছেন নীতীশ কুমার রেড্ডি।



নিজের কেরিয়ারের প্রথম সেঞ্চুরি হাঁকান তরুণ তুর্কি।



নীতীশের শতরানে ভর করেই দিনশেষে ভারত নয় উইকেটে ৩৫৮ রান তুলেছে।



মেলবোর্নে নীতীশের ব্যাটিংয়ের পাশাপাশি তাঁর সেলিব্রেশনও নজর কাড়ে।



শতরানের পর নীতীশের সেলিব্রেশনের সঙ্গে কেউ 'বাহুবলি', তো কেউ 'সালার' সিনেমার মিল খুঁজে পেয়েছেন।



তবে অর্ধশতরানের পর তিনি অল্লু অর্জুনের বিখ্যাত সিনেমা পুষ্পার একটি সিগনেচার মুভ করেন।



শনিবারই নীতীশের সেই সেলিব্রেশন দেখে নিজেদের প্রতিক্রিয়া দেয় পুষ্পা সিনেমার দল।



'আসালুথাগ্গেলে' হ্যাশট্যাগ দিয়ে নীতীশের সেলিব্রেশনের ভিডিও শেয়ার করে পুষ্পা ২-র দল।



নীতীশ আপাতত ১০৫ রানে অপরাজিত রয়েছেন।



ভারতীয় দল নিজেদের ইনিংস কতটা এগিয়ে নিয়ে যেতে পারবে, তা কিন্তু সম্পূর্ণভাবে নীতীশের ওপরই নির্ভরশীল।