ক্রিকেটার যখন কোচও

ভারতীয় দলের প্রাক্তন অলরাউন্ডার সঞ্জয় বাঙ্গার পরে পেশাদার কোচিংয়ে এসেছেন

বিরাট-গুরু

জাতীয় দলে, আইপিএলে বিরাট কোহলিদের ব্যাটিং গুরু হিসাবে দায়িত্ব সামলেছেন বাঙ্গার, এখন পাঞ্জাব কিংসের কোচ

সন্তানও ক্রিকেট অন্ত প্রাণ

সঞ্জয় বাঙ্গারের সন্তানও ক্রিকেটার, বাইশ গজে আত্মপ্রকাশও ঘটিয়েছেন

আরিয়ান থেকে অনন্যা

সঞ্জয় বাঙ্গারের সন্তান রূপান্তরকামী, আরিয়ান নামে পরিচিত ছিলেন, এখন নাম বদলে হয়েছেন অনন্যা

মহিলা হিসাবেই চান পরিচয়

হরমোন চিকিৎসা করিয়ে লিঙ্গ পরিবর্তন করিয়েছেন সঞ্জয় বাঙ্গারের সন্তান

ভিনদেশের ২২ গজে

ইংল্যান্ডে থাকেন সঞ্জয় বাঙ্গারের সন্তান, ক্রিকেটও খেলেন সেখানেই

আবেঘন পোস্ট

অনন্যা জানিয়েছেন, ১১ মাসের কঠিন চিকিৎসার পর তাঁর শরীরের কর্মক্ষমতা কমলেও তিনি ভীষণ খুশি

চান সমানাধিকার

আইসিসি রূপান্তরকামীদের ক্রিকেটকে স্বীকৃতি দিক, দাবি অনন্যার

বিলেতেও কড়াকড়ি

ইংল্যান্ডে রূপান্তরকামীদের মহিলা ক্রিকেট খেলা নিয়ে নিষেধাজ্ঞা রয়েছে

ক্রিকেট মাঠে চান প্রতিষ্ঠা

বাইশ গজে মহিলা ক্রিকেটার হিসাবে নিজেকে প্রমাণ করার সুযোগের অপেক্ষায় অনন্যা (ছবি - অনন্যার ইনস্টাগ্রাম)