তালিকায় ১০ নম্বরে রয়েছেন বর্তমান ভারতীয় কোচ গৌতম গম্ভীর, তাঁর সম্পত্তির পরিমাণ ১৬০ কোটি টাকা



গম্ভীরের ঠিক আগেই থাকা ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার ১৮৬ কোটির সম্পত্তি রয়েছে



প্রাক্তন ভারতীয় অধিনায়ক তথা বিশ্বকাপজয়ী ভারতীয় কোচ রাহুল দ্রাবিড়ের সম্পত্তির পরিমাণ ১৯৪ কোটি



সুরেশ রায়নার সম্পত্তির পরিমাণ ২১১ কোটি টাকা



২০০৭ ও ২০১১ বিশ্বকাপ জয়ের নায়ক যুবরাজ সিংহের ২৯৬ কোটি টাকার সম্পত্তি রয়েছে



পাঁচে থাকা বীরেন্দ্র সহবাগ আবার অনেকটাই এগিয়ে, তাঁর সম্পত্তির পরিমাণ আনুমানিক ৩৮১ কোটি



যুবরাজ, সহবাগদের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের সম্পত্তির পরিমাণ ৪২৩ কোটি



প্রচুর বিজ্ঞাপন, আইপিএল খেলার পাশাপাশি না না ব্যবসাতে লগ্নি করেছেন বিরাট কোহলি, তাঁর ৭৮০ কোটির সম্পত্তি রয়েছে



তবে এই তালিকায় কোহলিকেও পিছনে ফেলা ধোনির ৯৩০ কোটি টাকার সম্পত্তি রয়েছে



আন্তর্জাতিক রানের নিরিখে তাঁর জুড়ি মেলা ভার, সম্পত্তির পরিমাণের ক্ষেত্রেও একেই মাস্টার ব্লাস্টার, তাঁর সম্পত্তির পরিমাণ আনুমানিক ১৪৫০ কোটি টাকা