বিশ্বের সর্বকালের সেরা ক্রিকেটার হিসাবে পরিচিত সচিন তেন্ডুলকর।



তাঁর ছেলে ক্রিকেটার হলেও, মেয়ে সারা কিন্তু মা অঞ্জলির পথই অবলম্বন করেছেন।



সচিন-ঘরণী অঞ্জলি শিশুরোগ বিশেষজ্ঞ ও পুষ্টিবিদ। সেই মতোই সারাও সেইদিকেই এগোচ্ছেন।



সারা বর্তমানে ক্লিনিকাল ও পাবলিক হেলথ নিউট্রেশনে মাস্টার্স করছেন।



সম্প্রতি সারাকে সচিন তেন্ডুলকর ফাউন্ডেশনের ডিরেক্টর পদে নিয়োগ করা হয়েছে।



সেই ছবি নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করেছেন সচিন।



ঘটনাক্রমে নিজের মেয়ের নাম নাকি নিজের অধিনায়ক হিসাবে প্রথম সাফল্য থেকে অনুপ্রাণিত হয়েই রেখেছিলেন সচিন।



ভারতীয় ক্রিকেট দল সাহারা কাপ জয়ের পর সেখান থেকে অনুপ্রাণিত হয়েই নাকি সারা নাম রেখেছিলেন সচিন।



এই সাহারা কাপ সচিনের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ কারণ এটাই অধিনায়ক হিসাবে তাঁর প্রথম সিরিজ় জয়।



তবে সেখান থেকেই সচিন মেয়ের নাম রেখেছিলেন কি না, সেই বিষয়ে নিশ্চিয়তা দেওয়া যায় না।